বিনোদন ডেস্ক : রোহিত শেট্টির ভারতীয় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর জন্য শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। হাসপাতাল থেকে ছবি শেয়ার করেছেন এই নায়িকা। আপাতত শ্যুটিং থেকে বিরতি নিতে হবে তাকে বলেই জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১০ আগস্ট) ইনস্টাগ্রামে একটি আঘাত পাবার ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে হাসপাতালের ভিতরে হুইলচেয়ারে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।
শিল্পা পোস্টের ক্যাপশনে লেখেন, ‘তারা বলেছে, রোল ক্যামেরা অ্যাকশন ‘এক পা ভাঙো!’ আমি এটা সত্যি ভেবে নিয়েছি।’
তিনি আরও যোগ লেখেন, “৬ সপ্তাহের জন্য অ্যাকশনের বাইরে, কিন্তু আমি শীঘ্রই শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনার প্রার্থনায় রাখুন। প্রার্থনা সবসময় কাজ করে। কৃতজ্ঞ, শিল্পা শেট্টি কুন্দ্রা।”
পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রীর বোন শমিতা শেট্টি লেখেন, আমার মুনকি সবচেয়ে শক্তিশালী। ভক্তরাও শিল্পাকে শীঘ্রই সুস্থ হয়ে উঠতে বলে মন্তব্য করেছেন তিনি পোস্টে।
অ্যাকশন ভরপুর ছবির ফ্রেমে বরাবরই সকলকে চমকে দিয়েছেন রোহিত শেট্টি। সম্প্রতি পরিচালক তার প্রথম ওয়েব সিরিজের একটি ফাইট সিকোয়েন্সের ভিডিও শেয়ার করেছিলেন। রোহিতের হাতে এই প্রথম মহিলা পুলিশ, শিল্পাকে দিয়েই শুরু পুলিশ সিরিজের ওটিটি ডেবিউ।
সূত্রঃ হিন্দিস্তান টাইমস
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১