বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও কারিনা কাপুর খান তারকা দম্পতির প্রথম সন্তান জন্ম নেয় ২০১৬ সালের ২০ ডিসেম্বর। সন্তানের জন্মের কিছুক্ষণের মধ্যেই এই দম্পতি ঘোষণা করেছিলেন যে তাদের ছেলের নাম রাখা হয়েছে তৈমুর। ইতিহাসের একজন ‘নিষ্ঠুর’ রাজার নামে নামকরণ করায় নেটিজেনরা তখন বিরক্তি প্রকাশ করেছিল এই তারকা দম্পতির ওপর। তবে সেই বিরক্তি বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সেই রহস্য ভেদ হলো। অভিনেত্রী কারিনা তাঁর ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল : দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মামস-টু-বি’ নামক একটি বই প্রকাশ করেছেন। এই বইটি গর্ভবতী মায়েদের গর্ভাবস্থার বিভিন্ন পর্যায় এবং প্রসবের পরে কী করতে হবে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেবে। যদিও বইটির বেশির ভাগ অংশ বিশেষজ্ঞদের দ্বারা লেখা, তবে কারিনা তাঁর নিজের অভিজ্ঞতাও প্রকাশ করেছেন বইয়ে।
তবে এই অভিনেত্রী মুল চমক রাখেন বইয়ের শেষের দিকে। বইয়ের শেষ পৃষ্ঠায় তাঁর গর্ভাবস্থার সময় এবং পরবর্তীকালের ছবি রয়েছে এবং ছবির ক্যাপশনে তিনি তাঁর দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন, ‘জাহাঙ্গীর’। এমনকি বইয়ের একেবারে শেষ পাতায় তিনি প্রথমবারের মতো ছেলে জাহাঙ্গীরের ছবিও প্রকাশ করেছেন।
সূত্র : বলিউড হাঙ্গামা।
কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩১