সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ৩-১ এ জিতে নিল ভারত।

ফ্লোরিডায় শনিবার রাতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে সফরকারীরা। সর্বোচ্চ ৪৪ রান করেন ঋষভ পন্ট। 

এছাড়া রোহিত শর্মা ৩৩ ও শেষদিকে ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অক্সার প্যাটেল। ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফ ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সফরকারীদের নিয়ন্ত্রীত বোলিংয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। দলটির পক্ষে ২৪ রান করে করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল।

ভারতের হয়ে আর্শদ্বীপ সিং নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া আভেশ খান, অক্সার প্যাটেল ও রবি বিষ্ণোই নেন ২টি করে উইকেট।

লডারহিলে বাংলাদেশ সময় আজ (৭ আগস্ট) রাতেই উভয় দল মুখোমুখি হবে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষটিতে। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit