স্পোর্টস ডেসক্ : প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার পর্ব শেষ। মৌসুম শুরুর আগে ঘরোয়া সুপার কাপ নামের প্রতিযোগিতামূলক একটি ম্যাচও খেলে ফেলেছে অনেক দল। এবার লিগ শুরুর পালা। বিরতি শেষে আজ ২০২২-২৩ মৌসুম শুরু হচ্ছে মর্যাদার পাঁচ লিগের তিনটি—প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ান।
সেই তিন লিগ নিয়েই এ আয়োজন।
প্রিমিয়ার লিগে এখন ম্যানচেস্টার সিটির রাজত্ব। সর্বশেষ পাঁচ মৌসুমে চারবারের চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার দল। ম্যানসিটি যেবার পারেনি সেবারের চ্যাম্পিয়ন লিভারপুল। গত মৌসুমেও ইয়ুর্গেন ক্লপের দল শেষ দিন পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করে রানার্স আপ হয়েছে ১ পয়েন্টের ব্যবধানে।
নরওয়ের আর্লিং হালান্ড আর আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজকে দলে ভিড়িয়ে আক্রমণ ভাগের শক্তি বাড়িয়েছে ম্যানসিটি। তেমনি ৮৫ মিলিয়ন ইউরোয় দারউইন নুনিয়েজকে কিনে সাদিও মানের শূন্যতা পূরণ করেছে লিভারপুল। কমিউনিটি শিল্ডে ম্যানসিটিকে হারানো ম্যাচেও আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। ক্রিস্টাল প্যালেস-আর্সেনাল ম্যাচ দিয়ে আজ শুরু হওয়া নতুন মৌসুমে শিরোপার দাবিদার এই দুই দলই। পাশাপাশি তৈরি আরো অনেকে। আর্সেনাল দলবদলের বাজারে খরচ করেছে ১৩০ মিলিয়ন ডলার। এর সুফলও পেয়েছে প্রস্তুতি ম্যাচে চেলসিকে ৪-০ আর সেভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে।
চেলসিতে শেষ হয়েছে রোমান আব্রামোভিচ অধ্যায়। নতুন মালিক টড বোহলি প্রায় ৬০ মিলিয়ন ইউরোয় ম্যানসিটি থেকে এনেছেন রহিম স্টার্লিংকে। রুডিগারের জায়গায় নাপোলি থেকে ৪০ মিলিয়ন ইউরোয় এসেছেন কালিদু কুলিবালি। বার্সা থেকে ফ্রাংকি ডি ইয়ংকে আনতে পারলে শিরোপার লড়াইয়ে থাকবে চেলসিও।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান বলে নতুন কোচ এরিক টেন হাগকে অস্বস্তিতে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনলদো। শেষ পর্যন্ত তিনি থেকে গেলে নতুন আসা আর্জেন্টাইন লিসান্দ্রো মার্তিনেজ, ডাচ তাইরেল মালাকিয়া আর ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়ে সমীহ-জাগানিয়া দল ম্যানইউ। শিরোপা দৌড়ে না থাকলেও টটেনহাম, লিস্টার সিটি, ওয়েস্টহামের মতো দলগুলো ফেভারিটদের বেগ দিতে প্রস্তুত।
শুরু হচ্ছে লিগ ওয়ান
গত ১০ বছরে পিএসজি ফ্রেঞ্চ লিগ জিতেছে আটবার। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে রীতিমতো চাঁদের হাট পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপ জিতে মৌসুম শুরু করা ক্রিস্তফ গালতিয়েরের দল ফেভারিট এবারও। গত মৌসুমে লিগে ২৬ ম্যাচে মাত্র ৬ গোল করেছিলেন মেসি। বিশ্বকাপের আগে এবার খারাপ সময়টা পেছনে ফেলতে চাইবেন তিনি।
মৌসুমজুড়ে পিএসজিকে থামানোর লড়াই চালিয়ে যেতে চায় মার্শেই, মোনাকো ও অলিম্পিক লিওঁ। মার্শেই নতুন কোচ হিসেবে ইগর তুদরকে নিয়োগ দিলেও ভরসা করছে পুরনো খেলোয়াড় দিমিত্রি পায়েতের ওপর। লিওঁ দলে ভিড়িয়েছে করিনতিন তলিসো ও আলেকজান্দার লাকাজেত্তেকে। তারা অগ্রযাত্রা থামাতে পারবে তো পিএসজির?
টানা ১১ করতে পারবে তো বায়ার্ন?
দশে দশ। ইউরোপের মর্যাদার পাঁচ ফুটবল লিগে প্রথম দল হিসেবে টানা ১০টি লিগ জিতেছে বায়ার্ন মিউনিখ। ‘গোলমেশিন’ রবার্ত লেভানদোস্কি ক্লাব ছাড়লেও এবার ১১তম বুন্দেসলিগার অভিযানে খেলবে তারা। গত আট বছরে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করা লেভার জায়গায় বায়ার্ন কিনেছে সাদিও মানেকে।
রক্ষণের শক্তি বাড়াতে জুভেন্টাস থেকে এসেছেন ম্যাথিয়াস ডি লিখট। মৌসুমটা তারা শুরু করেছে সুপার কাপে লিপজিগকে ৫-৩ গোলে হারিয়ে। তাই আজ বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে ইউরোপাজয়ী ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে আশাবাদী প্রধান নির্বাহী অলিভার কান, ‘আক্রমণে অনেক বিকল্প আছে আমাদের। এই দল খেলতে পারে নানা ফরমেশনে। আশা করছি এবারও শিরোপা জিতব আমরাই। ’
গতবারের রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ড শক্তি হারিয়েছে আর্লিং হালান্ডকে ছেড়ে দিয়ে। তবে গত মৌসুমে ৫২ গোল হজম করায় এবার ফ্রেইবুর্গ থেকে নিকো স্কলেটারব্যাক ও বায়ার্ন থেকে এনেছে নিকলাস সুয়েলেকে। সলসবুর্গ থেকে এসেছেন ফরোয়ার্ড করিম আদেমি। এর পরও বাস্তবতাটা স্মরণ করিয়ে দিলেন স্পোর্টিং ডিরেক্টর সেবাস্তিয়ান কেল, ‘বায়ার্ন আমাদের চেয়ে ২৮৫ মিলিয়ন ইউরো বেশি আয় করেছে। দলবদলে খরচও করেছে আমাদের চেয়ে দ্বিগুণ। সমর্থকদের ধৈর্য ধরতে হবে। ’
গত মৌসুমে ফ্রেইবুর্গকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতেছিল লিপজিগ। এদিকে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থেকে লিগ শেষ করা ফ্রাংকফুর্ট জিতেছে ইউরোপা। তাই সেরা চার দলের সঙ্গে পঞ্চম জার্মান ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ খেলবে ফ্রাংকফুর্ট। লেভানদোস্কি, হালান্ডের মতো তারকা চলে গেলেও বুন্দেসলিগার আবেদন তাই কমছে না।
কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮