আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বেসরকারি উন্নয়ন সাহায্য সংস্থা জানো প্রকল্পের আওতাধীন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক (২০২২-২০২৩) অর্থ বছরের পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাঃ আবুল আলা, জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, রাসেল রানা, ফিরোজ কবির চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার শরিফ আহমেদ শাহ এর সঞ্চালনায় উক্ত পরিকল্পনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগন তাদের নিজ নিজ দপ্তরের পুষ্টি এবং কর্ম-পরিকল্পনার আলোকে সমস্যা ও বাস্তবায়নের বিষদ বর্ণনা করা হয়। উল্লেখ্য যে, জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএস ডিও) রংপুর এবং নীলফামারীর জেলার ৭টি উপজেলায় একযোগে পুষ্টির উন্নয়নে সরকারের কাজকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮