মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক গোলাম মাহফুজ চৌধুরী অবসরের উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার(৪ আগষ্ট২২) দুপুরে তিনি জয়পুরহাট শহরের আলহেরা আবাসিক এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ।
সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে তিনি বলেন, ‘দুদুকের করা একটি মামলায় ৬৪ দিন হাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এরপর গত বুধবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে জয়পুরহাটে ফিরে আসার সময় তাঁর সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরাও তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা কিছু সংখ্যক মোটরসাইকেল, ট্রাক ও বাসসহ ওই বহরেই ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় সন্ধ্যায় পৌঁছিলে তাঁর গাড়ি বহরে সন্ত্রাসী হামলা করা হয়। সড়কের উভয় দিক থেকে ইট, পাটকেল ছুঁড়ে দিয়ে ফসলের মাঠ দিয়ে হামলাকারীরা পালিয়ে যান।’ এ হামলায় আমার ৭-৮ জন সমর্থক আহত হয়েছে।
তিনি আরও বলেন, জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্যের সমর্থক কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন তাঁর সন্ত্রাসী বাহিনীর এ হামলা করেছেন।’ পুলিশের উপস্থিতিতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে অবসর চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিমুল উপস্থিত ছিলেন।এ বিষয়ে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন,’আমার বিরুদ্ধে বলা কথাগুলো সত্য নয়, মিথ্যা। আর মিথ্যা বলাটা তাঁর স্বভাব।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে গোলাম মাহফুজ চৌধুরীর গাড়ি বহর হামলা করা হয়েছে এ কথা মিথ্যা। তাঁর গাড়ি বহরে ওইদিন সন্ধ্যায় পুনট এলাকায় বহর পৌঁছুলে, কিছু লোক ইট পাটকেল ছুঁড়েন এবং ঘটনা স্থলে পুলিশ পৌঁছার আগেই সকলে পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় কেউ আহতও হননি।’
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩১