খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ভোলায় প্রতিবাদী জনতার উপর রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা যুবদল। বুধবার বিকাল ৫টায় শরীয়তপুর মডেল টাউন থেকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির মাঝির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পুলিশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শরীয়তপুর পৌরসভা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, জেলা যুবদল নেতা আলী আহমেদ মোল্যা, খোকন বেপারী, কাইয়ুম মিয়া, লিয়াকত হোসেন খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন আকন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ থেকে যুবদল নেতারা বক্তব্যে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার দায় সরকারকেই নিতে হবে। ভোলায় প্রতিবাদী জনতার উপর রাষ্ট্রীয় সন্ত্রাসী হামলায় দায়ও সরকার কোন ভাবেই এড়াতে পারবে না।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫