আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার মাদক সম্রাজ্ঞী সহিদা বেগম রুপা (৩৮) মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার কাজীপাড়া এলাকার তার নিজ বাড়িতে অভিযানে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।
নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করে। মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আট টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপাড়া এলাকার রুপা’র বাড়িতে অভিযান পরিচালনা করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তর। এসময় বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল, ৭৫ গ্রাম হিরোইন, ৫৮টি ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করে।
ডোমার থানার পুলিশ পদির্শক (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রুপাকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করে একটি মামলা করে। আদালতের মাধ্যমে রুপাকে জেলা কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, সহিদা বেগম রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। গত ২০২১ সালের ২১ এপ্রিল ইয়াবা ট্যাবলেট নিয়ে গন্ডোগোলে দুই মাদকসেবীর হাতে খুন হন তার স্বামী ডোমারের মাদক সম্রাট মিজানুর (৪৫) সেই থেকে সে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩