স্পোর্টস ডেস্ক : মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনে চাপে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২.৩ ওভারে মাত্র ৬ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। প্রথম ওভারেই সাফল্য পান সৈকত। প্রথম বলে চাকাভা আর শেষ বলে মাধেভেরে ফেরান তিনি। প্রথম ওভারে মাত্র ৫ রান খরচ করে জিম্বাবুয়ের ২ উইকেট শিকার করেন অফ স্পিনার মোসাদ্দেক।
উদ্বোধনী ওভারে বোলিংয়ে এসেই বাংলাদেশকে ব্রেক থ্রু উপহার দেন মোসাদ্দেক। তার শিকার হয়ে ওভারের প্রথম বলে রাগিস চাকাভা আর শেষ বলে সাজঘরে ফেরেন ওয়েসলি মাধেভেরে। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলেই অধিনায়ক ক্রেগ আরভিনকে ক্যাচ তুলতে বাধ্য করেন মোসাদ্দেক। ৪ বলে মাত্র ১ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরভিন। তার বিদায়ে ২.৩ ওভারে মাত্র ৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে।
ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন মোসাদ্দেক। ওভারের চতুর্থ বলে শন উইলিয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ নেন সৈকত। উইলিয়ামসের বিদায়ে ৪.৪ ওভারে ২০ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
একই ভেন্যুতে সিরিজের প্রথম খেলায় ২০৬ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ১৭ রানে।
কাজেই আজকের ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসাবে আজকের ম্যাচটি টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩