আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডোমার উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম , দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, ডিমলা উপজেলার সাবেক কমান্ডার শামসুল হক, ডোমার পৌরসভার সাবেক কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল, গোলাম রাব্বানী, সহিদার রহমান মানিক, জেলা ইউনিটের সাবেক আহবায়ক আব্দুল জলিল, সৈয়দপুর উপজেলার সাবেক কমান্ডার ইউনুছ আলী, কিশোরগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সৈয়দপুর উপজেলার সাবেক ডিপুটি কমান্ডার শামসুল হক সরকার প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে আল আমিন রহমান, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, আজিজুর ইসলাম নাছিমসহ অনেকে বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮