বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার রেল স্টেশন হতে, পৌরশহর সহ সকল ভাসমান পথশিশুদের দায়িত্ব নিলেন সাথী আক্তার নামে এক গৃহবধূ। সাথী আক্তার এখন পথশিশুদের কাছে মা জননী নামে পরিচিত। আখাউড়া রেল স্টেশনের পাশে পৌর মুক্তমঞ্চে প্রতিদিন রাত ৮টার দিকে সাথী আক্তার নামে এক ঐ গৃহবধূ খাবার নিয়ে আসতে দেখা যায়, এ সময় আগে থেকেই সেখানে উপস্থিত থাকেন ত্রিশ থেকে পঞ্চাশ জন ভাসমান পথশিশু। সাথী আক্তার সকল ভাসমান শিশুকে খাবার বিতরণ করাকালীন শত শত লোক কাছে এসে দাড়িয়ে দেখছেন এবং কালু মিয়া নামে এক ফল ব্যবসায়ী সহ অনেকেই সাথীর এ কাজে সহযোগিতা করছেন।
এ বিষয়ে সাথী আক্তার এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমার একটি ছেলে ও একটি মেয়ে, ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, আমি মাঝেমধ্যে ব্যাক্তিগত কাজে বাজারে যাতায়াত করার সময় ভাসমান পথশিশু বাচ্চাদেরকে দেখে আমার খুব কষ্ট লাগে, তাই আমিসহ আমার প্রবাসী ভাইদের সহযোগিতায় আমার বাসা থেকে রান্না করে প্রায় ৩০ থেকে ৫৫ জন হবে প্রতিদিন রাতের খাবারগুলো আমি এ ভাসমান পথশিশু বাচ্চাদের কে দিয়ে থাকি।
তিনি আরও বলেন, আমি প্রতি বছর ঈদে গরিব রিক্সা চালক, ভ্যানচালক, পাগল, ফকির, মা বাবার মতো বয়সী সবাই কে সেমাই, দুধ, চিনি এবং গরিব পথশিশু দেরকেসহ সকলকে কাপড় দিয়ে থাকি। সাথী আক্তার আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকব এ কাজগুলো করে যাব। দোয়া করবেন আমি যেন ভাসমান শিশু ও সকল ভাসমান পথচারীদের পাশে সবসময় থাকতে পারি……………….(ভক্
সাথীর এ মানবিক উদ্যোগের বিষয়ে সাথী আক্তার এর স্বামী, সোহেল ভূঁইয়া কাছে জানতে চাইলে ওনি বলেন, আমার স্ত্রী যা করছেন এতে আমি গর্বিত। এবং দেশ ও বিদেশ থেকে যারা আমার স্ত্রী কে সহায়তা করছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন।
কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৯