আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা মিলে ১৩ জন ভিক্ষুকদের মাঝে ২৬টি ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার ২৭ জুলাই বিকেলে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে ডোমার সদর ইউনিয়নের ৩ জন, সোনারায় ইউনিয়নের ৩ জন হরিণচড়া ইউনিয়নে ৩ জন এবং পৌরসভা এলাকায় ৪ জন সহ মোট ১৩ জন ভিক্ষুকের প্রত্যেককের হাতে ২টি করে ছাগল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রমিজ আলম।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা সহ সমাজসেবা অধিদপ্তর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩০