স্পোর্টস ডেসক : গল টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। পাকিস্তানকে ২৩১ রানে অলআউট করে জয়ের স্বপ্নে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১৭৬ রান, ইতোমধ্যে ৩২৩ রানের লিড নিয়েছে লংকানরা। ২৭ ও ৩০ রানে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। হাতে এখনো ৫ উইকেট রয়েছে স্বাগতিকদের।
গলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় জিতে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। চলমান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কোনো সেঞ্চুরি ছাড়াই ৩৭৮ রান করে শ্রীলংকা। জবাবে ব্যাটিংয়ে নেমে অফ স্পিনার রমেশ মেন্ডিস আর বাঁ-হাতি স্পিনার পারাবথ জয়সুরিয়ার বলে বিভ্রান্ত হয়ে ২৩১ রানেই অলআউট হয় পাকিস্তান।
১৪৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মঙ্গলবার ৫ উইকেটে ১৭৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলংকা। বুধবার চতুর্থ দিনে পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত লংকানরা।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩০