এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত তন্ময় হোসেন তপুর দাফন স¤পন্ন হয়েছে। সোমবার মাশিলা লক্ষীপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, চৌগাছা সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আর্স বাংলাদেশের পরিচালক শামছুল আলম, সাবেক চেয়ারম্যান শেখআনোয়ার হোসেন, সৌদি কিং ফাহাত বিশ্ববিদ্যালয় অফ পেট্রোলিয়াম এন্ড মিনার্যালসের গবেষক নিহতের চাচাতো ভাই তারিক বিন হামিদ, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রবিবার তন্ময় হোসেন তপু ও তার শ্যালক রাসেল আহমেদ একটি পুরাতন মটরসাইকেল কিনতে যশোরের মনিরামপুরে যায়। মটরসাইকেল কিনে তারা চৌগাছায় ফিরছিলো। পথিমধ্যেমনিরামপুর-রাজগঞ্জ সড়কে চন্ডিপুর নামক স্থানে পৌছালে একটি ভাটার ট্রাক তপুর মটরসাইকেলকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮