তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে কাউসার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের শেকুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলো। কাউসার বাড়ির উঠান খেলা করার সময় সকলের অগচোরে বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হলে বাড়ির পাশের পুকুরে তার শিশুটির লাশ ভাসতে দেখে। পরে তাকে তুলে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪