ডেস্ক নিউজ : ভালো একটি দলের অনত্যম সেরা বৈশিষ্ট্য হলো ভালোমানের একজন দলনেতা থাকা। এমনটিই বলছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। সদ্য শেষ হওয়া গল টেস্টে রেকর্ড গড়ে ঐতিহাসিক জয় পায় পাকিস্তান। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক বাবর আজম আর ওপেনার আব্দুল্লাহ শফিক। তাদের কল্যাণে চতুর্থ ইনিংসে ৩৪২ রানের বিশাল টার্গেট তাড়ায় গলে নতুন রেকর্ড গড়ে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট দলের এমন পারফরম্যান্সে মুগ্ধ দলটির সাবেক তারকা ক্রিকেটার ও ভক্ত-সমর্থকরা। বাবর আজমের নেতৃত্বাধীন দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন রমিজ রাজা। রমিজ রাজা বলেন, আমি দল নির্বাচনে হস্তক্ষেপ করিনি, যদিও আমি এটা আমি করতে পারি। এটা আমার অধিকার। কিন্তু তাদের কাজের স্বাধীনতা দিয়েছি।
তিনি বলেন, এমন কিছু লোক আছে যারা ফুটবলের মতো ক্রিকেট চালানোর চেষ্টা করে। অনেক দেশ ইতোমধ্যেই এটা করছে। তারা শীঘ্রই বুঝতে পারবে যে তারা কী সর্বনাশ করেছে। অধিনায়ক বাবর আজমের প্রশংসা করে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেন, আপনার অধিনায়ক যদি যথেষ্ট ভালোমানের না হয়, তাহলে আপনার দল উন্নতি করতে পারবে না।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০২