গাজী মো. গিয়াস উদ্দিন,ঝালকাঠি : ঝালকাঠিতে আলম হোসেন নামের এক ঠিকাদারকে চেক প্রতারণার অপরাধে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন ঝালকাঠির একটি আদালত।মঙ্গলবার ১৯ জুলাই বিকেলে যুগ্ন জেলা জজ আদালতের বিচারক মো. হুমাউন কবির এ রায় দেন। রায় ঘোষনার সময় আলম হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক, এজিএম মিজানুর রহমান বাদী হয়ে মামলা নং ২৩৭/২০ইং পাঁচ লক্ষ টাকার চেক প্রতারনার এই মামলাটি দুই বছর আগে দায়ের করেছিলেন। ঠিকাদার আলম হোসেন ঝালকাঠিতে আলম মেকার ও পিস্তল আলম নামে পরিচিত।মামলায় বাদীপক্ষের আইনি লড়াই করেছেন, এ্যাড.মো.ফয়সাল খান ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সনজীব বিশ্বাস।
কিউএনবি/অনিমা/ ১৯.০৭.২০২২/ রাত ১০.১৮