শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা নগরীর পুরান লেনস্থ ৫৩নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।শাখা সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই ভোর বেলা তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছিল। এতে শেখ হাসিনা দীর্ঘদিন অস্থায়ী কারাগারে আটক থাকেন। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে ছিল বিরাজনীতিকরণ লালন ও গণতন্ত্রকে বিদায় দিয়ে শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করা।
এতে দেশী-বিদেশী চাপের মুখে পড়ে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেয়ায় শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুজীবিত হয়। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলেও এখনো তা চলছে। দীর্ঘ ১৫ বছর পর শেখ হাসিনার কারামুক্তি দিবসকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে। বক্তারা বলেন, শেখ হাসিনার কারামুক্তিকে গণতন্ত্র ও জাতির বিজয় অর্জিত হয়। সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১০ এপ্রিল অত্র সংগঠনের সভাপতি সাংবাদিক রুহুল ইসলাম মিঠুকে নগরীর আম্বরখানার হোটেল হিমেলের গলির ভিতরে অপহরণকারী চক্রের কবলে পড়ে হামলায় আহত হওয়ার এবং দেড় বছর আগে নগরীর আম্বরখানার জালালাবাদ এলাকায় সন্ত্রাসীদের নির্যাতনে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য লেখক-ছড়াকার মঞ্জুর মোহাম্মদকে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লেখক-সাংবাদিকদের সুরক্ষা দেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
সভায় সংগঠনের সদস্য সনদ বিতরণ ও অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সহ সভাপতি এম ইজাজুল হক ইজাজ, সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, সহ সম্পাদক আব্দুল মুক্তাদির, দপ্তর সম্পাদক শহিদ আহমদ খান সাবের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কলামিস্ট মোঃ তাজ উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সদস্য কবি শাহারুল ইসলাম ম-ল, ছড়াকার মনজুর মোহাম্মদ, এম.এ হান্নান শিপন প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮