এসময় উপস্থিত ছিলেন, বঙ্গটিভির কসবা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এসএম নাছির উদ্দীন খাঁন ও সৌদি আরব প্রবাসী মোঃ আবুল কাশেম। মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক ও ক্রীড়া ভাষ্যকার মোশারফ হোসেন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলার আয়োজনে ছিলেন, বাদল মিয়া, মুক্তার হোসেন, রিজিক মিয়া, ইলিয়াস হোসাইন, আয়নুল হক, হুমায়ূন কবির, মোঃ মামুন, স্বপন মিয়া, মোঃ কামাল মিয়া এবং মোঃ ফয়েজ মিয়া।
খেলায় অংশগ্রহণ করে স্থানীয় বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশ। এতে অবিবাহিত ফুটবল একাদশ ৩-০ গোলে জয়লাভ করে। খেলার আয়োজক কমিটির পক্ষে মোঃ বাদল মিয়া জানান, প্রতি বছর আমরা এলাকার যুব সমাজ আনন্দ উপভোগ করা ও বিনোদনের উদ্দেশ্যে এই কর্দমাক্ত মাঠে প্রীতি ফুটবল ফাইনাল খেলার আয়োজন করে থাকি। এছাড়াও খেলাধুলা শরিল ও মনকে প্রফুল্ল রাখে। গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় ও ব্যাতিক্রমধর্মী ফুটবল খেলাটি দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক শতাধিক দর্শক উপস্থিত হতে দেখা গেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।