মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান অনুদানের চেক বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহের রানা , আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজাক্কারুল আলম (কচি) প্রমুখ। সুত্র জানায়, ২০২১- ২০২২ অর্থ বছরে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এর ঐচ্ছিক তহবিল হতে উপজেলার ৩০জন অসহায় দুস্থ মানুষের মাঝে প্রত্যেককে ৩০০০/-টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩