বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে মীনা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার প্রয়াত শাহাদাৎ হোসেন প্রকাশ হোসেন মিয়ার স্ত্রী। নিহতের স্বজনরা জানান, ওই নারী কয়েকদিন যাবত দেবগ্রামের মেয়ের শশুর বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে অসাবধানবশত: ট্রেনের ধাক্কা খান।ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, ওই নারী ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫