স্পোর্টস ডেসক্ : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে শুক্রবার (১ জুলাই) বলা হয়েছে, অ্যাঞ্জেলো ম্যাথিউস করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দ্বিতীয় দিনের খেলা শেষে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে সেখানে রিপোর্ট পজিটিভ আসে তার। এ ছাড়া ম্যাথিউস শারীরিকভাবেও কিছুটা অসুস্থ বোধ করছেন।
জানা গেছে, এরই মধ্যে কোভিড বিধিমালা মেনে টিম থেকে আলাদা করা হয়েছে লঙ্কান এই ক্রিকেটারকে। এদিকে, ম্যাথিউসের রিপোর্ট পজিটিভ আসার পর এখনো অন্য খেলোয়াড়দের টেস্ট করা হয়নি। কোভিড প্রটোকল অনুযায়ী, কারো কোনো লক্ষণ বা উপসর্গ থাকলেই কেবল টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে।
অন্যদিকে, সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ড। এবার করোনার কবলে লঙ্কান ব্যাটসম্যান। এদিকে, গল টেস্টেও খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মাত্র ২১২ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৯৭ রান তুলতেই টপঅর্ডারে ধস নেমেছে। উইকেট পড়েছে ছয়টি। অস্ট্রেলিয়া থেকে এখনো ১২ রানে পিছিয়ে রয়েছে তারা।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০০