স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে এসে খেলার আগ্রহ প্রকাশ করেছে ইরাক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইরাক চিঠি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ইরাকের চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাদের পুরুষ ফুটবল দল বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছে। বাকিটা নির্ভর করছে আমাদের আগ্রহ ও ব্যবস্থাপনার ওপর।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চিঠি পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঢাকায় ইরাকের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। ইরাকের রাষ্ট্রদূত বিষয়টি অবগত বলে জানালেন মেজবাহ উদ্দিন, ‘ইরাক থেকে বাংলাদেশে তাদের দূতাবাসকে জানানো হয়েছে বিষয়টি।’জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইরাকের চিঠি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে পাঠাবে। বাফুফে ম্যাচ আয়োজনের সুযোগ ও সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবে।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০