শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী নুরুল মতিন চৌধুরীর উদ্যোগে বুধবার (২২ জুন) ওসমানীনগর উপজেলার বুড়–ঙ্গা গ্রামে বন্যায় কবলিত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, বুড়–ঙ্গা গ্রামের বন্যায় কবলিত মানুষের দূর্ভোগ চরম পর্যায়ে পৌচেছে। গ্রামের মানুষ প্রায়ই মৎস্য খামারী, যা বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকের প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী নুরুল মতিন চৌধুরীর আশ্বাস দিয়ে বলেন, বন্যা পুরোপুরী নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তিনি অসহায় বর্ন্যাত্য পাশে থাকবেন।
কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৩