ডেস্ক নিউজ : জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে জয়পুরহাট জেলাও স্থানীয় গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, গার্লস গাইডস এসোসিয়েশনস জয়পুরহাট জেলা কমিশনার বিলকিস বেগম, স্থানীয় কমিশনার শাম্মিম আজিজ সাজ, জেলা সম্পাদিকা বালা সুলতানা প্রমুখ।
এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলে আশা করেন বক্তারা।
কিউএনবি/আয়শা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩