মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৯৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার থায়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা প্রতিবেশি সম্পর্কে মামাতো-ফাফুতো ভাই। নিহতরা হলেন উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব হোসেন (১৭) এবং নাটোর জেলার লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের আমিরের ছেলে শুভ ইসলাম (১৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুভ ইসলাম নানীর বাড়ি আত্রাই উপজেলার থায়ইপাড়ায় থাকতেন। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশি মামাতো ভাই রাকিব ও শুভ মোটরসাইকেল নিয়ে বেড়াতে যান।

রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থায়ইপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগে । এতে করে মোটরসাইকেলে থাকা দুইজন ছিটকে রাস্তা পরে যান । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মৃত্যুবরন করেন । রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।

রাজশাহী নেয়ার পথে রাকিব বাগমারা উপজেলা এলাকায় মারা যান । আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই দুই জনের মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। মৃতদেহ তাদের পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit