মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জহিরুল ইসলাম ও রাকিবুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন বাবুল, মাদ্রাসার সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহের মিয়া খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোসলেহ উদ্দিন ভূঁইয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য মোঃ আবু কাওসার ভুঁইয়া, সমাজসেবক মোঃ আবদুল হান্নান, শেখ কাইয়ুম, আবু বকর মেম্বার, কসবা-আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক বাদল আহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক ময়নাল হোক ভুইয়া মইনুল, মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোঃ মোশারফ হোসেন কবির প্রমুখ।
এসময় অতিথিরা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেন, আর অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ফুরকান আহাম্মদ খলিফা জানান, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন, দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য আমাদের সন্তানদের কে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি আশাকরি প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করবে।
অনুষ্ঠানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তাবারক হিসাবে বিরায়ানী বিতরণ করা হয়। জানা গেছে আগামী ১৯শে জুন অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া আলীম মাদ্রাসা থেকে ৮৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।