আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু স্থাপনার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর কিছু ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি সহযোগিতার অংশ হিসেবে ইরান যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল, সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। খবর ইরনার।
তবে এখনো পরমাণু স্থাপনায় আইএইএর ৮০ শতাংশ ক্যামেরা সচল রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নজরদারি করতে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ক্যামেরা বসিয়ে রেখেছে। আইএইএর নীতিমালা অনুযায়ী, যেসব ক্যামেরা অপরিহার্য, সেগুলো এখনো বন্ধ করা হয়নি। পরমাণু স্থাপনার কয়েকটি ক্যামেরা বন্ধের ভিডিও প্রকাশ করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। এতে দেখা যাচ্ছে, পরমাণু স্থাপনার ক্যামেরার সুইচ বন্ধ করছেন সেখানে কর্মরত দুই ব্যক্তি।
আইএইএর বোর্ড অব গভর্ন্সের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটি ইরানের প্রতি অযৌক্তিক আচরণ করায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, আইএইএকে ইরান এ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করেছে; কিন্তু সংস্থাটি ইরানের এই সহযোগিতা ও সদিচ্ছাকে সমর্থন না করে বরং এটাকে ইরানের দায়িত্ব বলে বিবেচনা করছে। ফলে ইরান তার পরমাণু স্থাপনায় বসানো আইএইএর কিছু নজরদারি ক্যামেরা বন্ধ করে দিয়েছে।
কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮