ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির আলোচিত বিএম ডিপোর আগুন নেভানোর কাজ শেষ করে ফিরে গেল সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। বুধবার রাতে সেনাবাহিনীর সকল সদস্য এই ডিপো থেকে চলে যাবার পর বৃহস্পতিবার দুপুর ২টায় ফিরে গেছে ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। এদিকে উদ্ধারকারী দলগুলো ফিরে গেলেও এখনো বিএম ডিপোর বেশ কিছু কনটেইনার থেকে বের হচ্ছে ধোঁয়া।
সেগুলো আপনা-আপনি নিভে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ঘটনাস্থলে এখনো পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিএম কনটেইনারের বিভিন্ন কনটেইনারের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে এ ধোঁয়া ঝুঁকিপূর্ণ না, নিশ্চিত হয়ে এদিন বেলা সোয়া ১১টায় কাজ পরিত্যক্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। তবে তারা যন্ত্রপাতি গুটিয়ে সেখান থেকে বের হয়ে আসে দুপুর ২টায়। এ সময় ফায়ার সার্ভিসের নেতৃত্বে থাকা সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল সংবাদ সম্মেলন করে কাজ পরিত্যক্ত করার কথা আনুষ্ঠানিক ঘোষণা দেন।
অন্যদিকে এর আগে বুধবার রাতেই বিএম কনটেইনারের কাজ শেষে ফিরে যায় সেনাবাহিনীও। ফলে বর্তমানে সেখানে অগ্নিনির্বাপক কাজে কোনো সংস্থা কাজ করছে না। তবে সেখানে এখনো সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ, পরিদর্শক (তদন্ত) সুমন বণিকসহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, ‘সেখানে এখন ২০টির মতো কনটেইনার আছে; একটির ওপর অন্যটি। এগুলোর ভেতর আছে গার্মেন্ট পণ্য।
এসব পণ্যে যে আগুন লেগেছিল তা এখনো জ্বলে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু এ ধোঁয়া থেকে কোনোকিছু ঘটার সম্ভাবনা নেই বলে আমরা মনে করেছি। আজ এ বিষয়ে আমাদের মহাপরিচালক স্যার জানতে চেয়েছিলেন। তাঁকে সব কিছু জানানোর পর তিনি ফায়ার সার্ভিসকে ফিরে আসার অনুমতি দেওয়ায় আমাদের সবকটি ইউনিট ফিরে এসেছে। ‘যে ধোঁয়া এখনো আছে তা বিএম ডিপো কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় নেভাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০