সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্ব প্রশিক্ষণে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা তামাকজাত দ্রব্যের ব্যবহারের ভয়াবহ পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
অন্যান্য শিশুদের কাছে যেন কেউ বিড়ি-সিগারেট বিক্রি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসনকে নজর রাখার আহবান জানানো হয়। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২/সকাল ৯.৩১