মোঃ আসাদুজ্জামান আসাদ দিনাজপুর : দিনাজপুর-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও ফুলবাড়ী পৌরসভার প্রথম চেয়ারম্যান পৌরসভার ২নং ওয়ার্ডের সুজাপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে মোহাম্মদ সোয়েব বাবু বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)
গতকাল শনিবার সকালে পৌর এলাকার সুজাপুর গ্রামের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যক গুনাগ্রহী রেখে গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে সাবিহা সুলতানা ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে বর্তমানে উপ-সচিব হিসেবে কর্মরত আছেন, ছোট ছেলে আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। বড় মেয়ে সাবিয়া সুলতানা গৃহীনী ও এক ছেলে শাহরিয়ার সানি ব্যবসায়ী।
এদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোয়েব এর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক, সাবেক পৌর মেয়র শাহাজাহান আলী সরকার পুতু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য মো সোলায়মান সামি, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো আফজাল হোসেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ সহ রাজনৈতি ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দগণ।
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোয়েব ১৯৮৮ সালে ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনে, জাতীয় পটির মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপূর্বে ফুলাবাড়ী উপজেলার সুজাপুর ইউনিয়নকে ফুলবাড়ী পৌরসভা গঠন করা হলে, তিনি প্রথম পৌর প্রশাসক ও পরে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪