স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ঘরে একাকি খেলার সময় গলায় ফাস লেগে হোসাইন গাজী নামে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নেহালপুর গ্রামে। পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
নেহালপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আতিকুজ্জামানসহ এলাকাবাসী জানান, নেহালপুর গ্রামের ভ্যানচালক আবদুল কাদেরের তিন সন্তানের মধ্যে সবার ছোট একমাত্র ছেলে হোসাইন দ্বিতীয় শ্রেণীর ছাত্র। শনিবার সকাল ১১ টার দিকে হোসাইন স্কুল থেকে বাড়িতে আসে। এসময় বাড়িতে পিতা-মাতাসহ কেউ উপস্থিত ছিলেননা। নিহতের পিতা আবদুল কাদের জানান, হোসাইন স্কুল থেকে বাড়িতে এসে ঘরের মধ্যে খাটের ওপর আড়ার সাথে ছোটবোনের ওড়না গলায় পেচিয়ে ঝুলে খেলা করছিল। এক পর্যায়ে গলায় ফাস লেগে তার মৃত্যু হয়।
নিহতের মা তহমিনা খাতুন জানান, বেলা ১২ টার দিকে বাড়িতে এসে ঘরের মধ্যে হোসাইনকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী বিষয়টি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে জানান,মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় একটি অপমৃত্য মামলা করেছেন।
কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০