ডেস্ক নিউজ : শনিবার (২১ মে) দুপুরে এক আলোচনা সভায় খন্দকার মোশারফ দলের এই অবস্থানের কথা জানান। বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, এই নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসার প্রশ্নই ওঠে না। এই কমিশনকে দুই পয়সারও দাম দেয় না বিএনপি। এই কমিশন সংলাপের আহ্বান করলেই কী আর না করলেই কী?
তিনি বলেন, আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সরকার যখন নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবে, আমরা সেই নির্বাচন কমিশনের সাথে কথা বলব। খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ফন্দি করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বার বার জনগণকে ধোঁকা দেওয়া যায় না, প্রতারণা করা যায় না, টোপে ফেলা যায় না। বিএনপিও এবার টোপে পা দেবে না।
এ সময় দেশের সরকার পরিবর্তনে জনগণকে রাজপথে নামার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি আবদুস সালাম, রুহুল কুদ্দুস তালুদার দুলু, আমিরুল ইসলাম খান আলিম, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, এসএম জিলানী, প্রয়াত পিন্টুর বোন মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রমুখ বক্তব্য দেন।
কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮