ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সৈকতে জিরো পয়েন্টে পর্যটকের গোসল পয়েন্টে ওয়াটার লেভেল ঘেঁষা পাবলিক টয়লেট এখন পর্যটকের ভোগান্তির কারণ হয়েছে। এটিতে দূষণ ছড়াচ্ছে। টয়লেটের ট্যাঙ্কি চুইয়ে জোয়ারের ঝাপটায় পানির সঙ্গে মিশছে ময়লা পানি। অভিযোগ রয়েছে এই ট্যাঙ্কির ময়লা বর্জ্য সৈকতের বেলাভূমিতে ফেলা হয়। রাতের আঁধারে এমন অপকর্মের কারণে পর্যটকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। সৈকতের জিরো পয়েন্টে এ কারণে পর্যটকরা সমুদ্র অবলোকন করতে স্বস্তিবোধ করছেন না।
এক সময় সৈকতের ওয়াটার লেভেল থেকে আধা কিলোমিটার দূরে এই পাবলিক টয়লেট করা হয়। তখন জোয়ারে কিংবা জলোচ্ছ্বাস হানা দিত না। কিন্তু সাগরের অব্যাহত ভাঙ্গনের কারণে পাবলিক টয়লেটে জোয়ারের ঝাপটা আঘাত হানে।টয়লেটের ময়লা-বর্জ্যের ট্যাঙ্কই পানিতে ডুবে যায়। অনেক সময় দুর্যোগকালে টয়লেটের ট্যাঙ্কির ঢাকনা খুলে ময়লা-আবর্জনা সাগরের পানিতে মিশে যায়। এতে আগত পর্যটক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
বর্তমানে জিরো পয়েন্টের পূর্ব দিকে ট্যুরিজম পার্ক করা হয়েছে। যেখানে গোসলসহ টয়লেট ফ্যাসিলিটি রয়েছে। তাই জিরো পয়েন্টের পাবলিক টয়লেটটি পর্যটকদের স্বার্থে বন্ধ করে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। কুয়াকাটা পৌরসভা এই পাবলিক টয়লেটটি ইজারাদার দ্বারা পরিচালনা করে আসছেন। পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, তিনি বিষয়টি অবগত রয়েছেন। পর্যটকদের সুবিধার জন্য তিনি সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে একটি পাবলিক টয়লেট করেছেন। পশ্চিম দিকে নির্দিষ্ট দূরত্বে আরও একটি পাবলিক টয়লেট শিগগিরই করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এটি করা হলে জিরো পয়েন্টের পাবলিক টয়লেট বন্ধ করে দেওয়া হবে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, তিনি বিষয়টি দেখবেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:০২