আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানার শিশুদের মাঝে ইফতারী ও রাতের খাবার পরিবেশন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৭০জন শিশুকে ইফতারী ও রাতের খাবার পরিবেশন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হার বারী’র সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক আনিছুর রহমান মানিকের সভাপতিত্বে অতিথি হিসাবে, মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান নোবেল, ডাঃ মনিরুজ্জামান রুকু, মাদ্রাসার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পরিচালক হাবিবুর রহমান হাবুল, মোজাফ্ফর হোসেন বাচ্চু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওঃ আল-আমিন রহমান। শেষে সকল শিক্ষার্থীর মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।
কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:২৫