গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজারের মার্কেটে আকষ্মিক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। শুক্রবার, ১৮ মার্চ দিনগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করছেন দোকানদাররা।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যান। রাত প্রায় একটার দিকে আগুন দেখে লোকজনের চেঁচামেচির শব্দশুনে দোকান মালিকরা এসে দেখেন তাদের দোকান ঘর গুলোতে আগুন জ্বলছে।
সাথে-সাথেই মসজিদের মাইকে আগুনের কথা জানানো হলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ।আগুনে সঞ্জিবের কাপড়ের দোকান, মো.সাইদুল ইসলামের মুদি দোকান, মোঃ ইমান মাঝির মুদি দোকান, মোঃ বাদশা মিয়ার মুদি দোকান ও মনিরের হোটেল পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। আগুনে দোকানগুলির সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজনের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান ঘর ও মালামালগুলি আর রক্ষা করা যায়নি।ঝালকাঠি জেলা শহর থেকে নগ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। আগুন লাগার সাথে সাথে ঝালকাঠি ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করা হলে ঝালকাঠি থেকে ফায়ারসার্ভিসের গাড়ী নবগ্রাম পৌঁছোতে প্রায় ২০ মিনিট সময় লাগলে তৎক্ষণে ৫টি দোকান পুড়ে ভষ্মীভুত হয়ে যায়।
তবে এ অগ্নিকান্ডের ঘটনায় প্রশাসনের কেউ ঘটনাস্থলে পরিদর্শনে আসেনি বলে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন।ক্ষতিগ্রস্ত হোটেল ও কাপুড়ের দোকান মালিক জানায়,জমি-জমা বিক্রি করে এ দোকানটি করেছিলাম। আমাদের পুঁজি বলতে এ দোকানটাই। তাও আগুনে নিয়ে গেলো। এখন আমাদের মা-বাবা সন্তানদের নিয়ে কি ভাবে বাঁচবো এ কথা বলতে বলতে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা জানান নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে তাদের।
সাইদুল, বাদশা ও মনির জানান,আগুনে তাদের সহায় সম্বল সব নিয়েছে। তাদেরও প্রায় ৬-৭ লক্ষটাকার ক্ষতি হয়েছে। এখন তাদের আর কিছুই নাই।এ বিষয়ে ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী বলেন,বাজারের মূল সড়ক নবগ্রাম মডেল হাই স্কুল ভবন এবং নবগ্রাম ব্রিজের এপ্রোস এর গাইড ওয়ালের মধ্যে দূরত্ব কম হওয়ায় ফায়ারের গাড়ী প্রবেশ করতে না পারায় বিকল্প সড়ক দিয়ে ঘুরে আসতে একটু সময় লেগেছ। তিনি আরো বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে ক্ষতির পরিমাণ প্রায় দশলক্ষাধিক টাকা। আমরা এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভাঁতে সক্ষম হয়েছি।
কিউএনবি/অনিমা/১৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১০