গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমি নিয়ে শালিশ বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত।স্থানীয়রা জানায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমি নিয়ে বিকাল ৪টায় শালিশ বৈঠকের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উক্ত সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রুত্বর আহতরা হলো মো. জাহিদুল ইসলাম (৩০) পিতা মালেক হাওলাদার, বাওতিতা, মো.সালাম হাওলাদার (৫০) পিতা মো. খবির হাওলাদার গ্রাম খুলনা, এই দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে রেফার করা হয়েছে। সাইফুল ইসলাম বাদশা (৪৫)পিতা মো.সবির হাওলাদার বাওতিতা, মো.নজির হাওলাদার (৬০) পিতা সবির হাওলাদার, বাওতিতা এই দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে।
তারা আরো জানায়,মো.তাওহীদ তালুকদার (৩২)ঢাকা ভুয়েট ছাত্রলীগ নেতা,পিতা আ:রহমান তালুকদার, কালাম তালুকদার পিতা মজিদ তালুকদার ,রাসেল খান পিতা সেলিম খান ,উভয় সাং হাজরাগাতিসহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন। শালিশ বৈঠক চলাকালিন এরা ক্ষমতার দাপটে থানা পুলিশের সামনে এ হামলা চালিয়েছে বলে জানান।অপরদিকে মো.তাওহীদ তালুকদার (৩২)ঢাকা ভুয়েট ছাত্রলীগ নেতা,পিতা আ:রহমান তালুকদার, কালাম তালুকদার পিতা মজিদ তালুকদার ,রাসেল খান পিতা সেলিম খান এরাও গ্রুত্বর আহত হয়েছে তাদেরকেও ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।গ্রুত্বর আহতদের ঝালকাঠি সদর থানায় নিয়ে গেলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। সুস্থ্য হয়ে অভিযোগ দেওয়ার কথা বলেন।
কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১১