গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা,আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। বিষেশ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার,ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার সভাপতিত্ব করেন। পরে জেলা জন্মবার্ষিকী কেক কাটা ও তার পরিবারের শহীদদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মের মধ্য দিয়ে বাঙালি জাতির সৃষ্টি হয়েছে। ১৭ই মার্চ ১৯২০ সাল বঙ্গবন্ধু জন্ম হয়েছে বলেই আমাদের জীবনে ৭ই মার্চ ২৬শে মার্চ এবং ১৬ ই ডিসেম্বর এসেছে। বঙ্গবন্ধুর যে আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বধীন করেছেন, সেই পথে আজকে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ইউনিয়ন সকল চেয়ারম্যান,উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪