গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, ঝালকাঠিতে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন ও শিশুদের মাঝে ছাতা বিতরণ করলো সেই আলোকিত যুবলীগ নেতা ছবির হোসেন।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে ঝালকাঠি শহীদ মিনার মাঠে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত পথ শিশুদের হাতে এ ছাতা তুলে দেয়া হয়।
উদ্যোক্তা ছবির হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন উপলক্ষে ও জতীয় শিশু দিবসে এমন উদ্যোগ নিয়েছি। ছোট ছেলে মেয়েরা গরমের মধ্যে ছাতা দিয়ে স্কুলে যেতে কষ্ট না হয়। প্রসঙ্গত, করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন সময় ঝালকাঠির এই যুবক ছবির হোসেন খাদ্য সামগ্রী বিতরণ, ঘর তুলে দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া সহ একেরপর এক আলোকিত কাজ করেই যাচ্ছেন।
কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৪