সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নিজ ভবনের হলরুমে পরিচিতি পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল (জন) এমপি।
পরিচিতি পর্ব অনুষ্ঠানে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সহিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যন্যে মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম (রফিক), নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি, দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মাহাবুবুল আলম (কমল), সাধারণ সম্পাদক রেজাউল করিম, নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক, সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবুসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা কর্মী ও আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭