গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি বরিশাল মহাসড়কে ঢাপর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা ছেড়ে আসা কাউখালীগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চার যাত্রী মারাত্মক আহত হয় ,অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করেন এবং ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। নলছিটি থানা পুলিশ এসে ঘাতক হানিফ গাড়ির (নম্বর ঢাকা মেট্রো-ব ১৪-৭২১৭) হেলপার ও সুপারভাইজার সহ গাড়িটি ঝালকাঠি পেট্রোলপাম্পম মোড় থেকে আটক করেন। দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজন।
আহতরা হলেন মোহাম্মদ আউয়াল (৪০) আউয়ালের স্ত্রী জোবাইদা (৩৩) কন্যা শিফা ও তাদের সাথে প্রতিবেশী সাইদুরের কন্যা মিম (১৫) আহতদের মধ্যে আউয়ালকে ঝালকাঠি থেকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা হয়েছে তার একটি পা ভেঙে গেছে। জোবাইদার হাত ভেঙে গেছে। আহত মিমের অটোর গাড়ির ব্যাটারি পানি চোখে পড়ে তাতে চোখে মারাত্মক সমস্যা হয়েছে।নলছিটি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.আতাউর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেছি ও গাড়ির হেলপার সুপারভাইজার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৮