স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন দাস ও মুশফিকুর রহিমের দাপুটে ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটনের ১৩৬ রানের সঙ্গে মুশফিকের ৮৬ রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৪ ইউকেটে ৩০৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য আফগানদের করতে হবে ৩০৭ রান।
আফগানদের বিপক্ষে লিটন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করলেও অল্পের জন্য সেঞ্চুরি দেখা পাননি মুশফিক। তবে সেঞ্চুরির দেখা না পেলেও দারুণ মাইলফলকে পা রেখেছেন মুশফিক। ৪১তম ফিফটি হাঁকানো মুশফিক থেমেছেন ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেলে। এই ইনিংস খেলার পথে সব ফরম্যাট মিলিয়ে এই ডানহাতির রানসংখ্যা ১৩ হাজার ছাড়ায়।
বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারি ক্লাবে পা রাখলেন মুশফিক। এই মাইলফলকে পৌঁছাতে ৪০৬ ম্যাচ খেলতে হলো তাকে। এ তালিকার শীর্ষে আছেন তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে অধিনায়ক ৩৫৯ ম্যাচে ১৪ হাজার ১৭৫ রান করেছেন। তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৭০ ম্যাচে তার সংগ্রহ ১২ হাজার ৫৫৩ রান।
কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১