স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন আফিফ-মিরাজ। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে আগের দিন জয়ের মুকুট পরান তারা। মাত্র ৪ রানের জন্য জুটির বিশ্বরেকর্ডও গড়া হয়নি। তাতে কী! দল জেতানো জুটি গড়া যে বিশ্বরেকর্ডের চেয়েও অমূল্য।
এমন দুর্দান্ত জয়ের পরও আজ দ্বিতীয় ওয়ানডেতেও যে প্রশ্ন থাকছে। টপঅর্ডারের ব্যাটাররা কি আজকেও ব্যর্থ হবেন? তামিম, লিটন, সাকিব, মুশফিকের ব্যাট আজ কথা বলবে তো? তাদের পারফরম করতেই হবে, ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে বাংলাদেশই যে সেরা, সেটি প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চান কোচ রাসেল ডমিঙ্গো।
আজ জিতলেই সবার আগে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের ঘরে প্রবেশ করবেন টাইগাররা। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাট হাতে নামলেন তামিম-লিটন। সিরিজ জেতার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন।
তবে সমতায় ফিরতে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব ও ইয়ামিন আহমেদজাই। তাদের বদলে খেলছেন রিয়াজ হাসান, আজমতউল্লাহ ওমরজাই ও ফরিদ আহমেদ মালিক।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৩