বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কীভাবে লম্বা স্পেলে বোলিং করেন সিরাজ, রহস্য ফাঁস করলেন ভাই ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের আলটিমেটামে নত হবেন পুতিন? বিলাল আব্বাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন দুর–ই–ফিশান ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হতে না পারে প্রধান উপদেষ্টার দুই ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি সালমান খানের বোনের রেস্টুরেন্টে পাস্তার দাম কত জানেন? ২৪ এর গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে রাঙামাটি  শহরে জামায়াতের মিছিল-সমাবেশ মনিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত লিভারপুলে ঝড় তোলা কে এই ১৬ বছর বয়সী কিশোর দৌলতপুরে জুলাই শহীদের তালিকায় কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতা হত্যার ফাঁসির আসামি বাখের আলী

দারুন জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : নাপোলির ঘরের মাঠে উড়ন্ত পারফরম্যান্সে দারুন জয় তুলে নিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করলো বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে দি আরমানদো ম্যারাডোনা স্টেডিয়ামে স্বাগতিক নাপোলিকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ ষোলোতে জাভি হের্নান্দেসের দল। এর আগে ন্যু ক্যাম্পে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

৪-৩-৩ ফর্মেশনে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা। দ্রুত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কাতালান ক্লাবটি। ৪-২-৩-১ ফর্মেশনে খেলা স্বাগতিক নাপোলি পিছিয়ে পড়ায় ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা করে, দ্রুত এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়। তবে প্রথমার্ধেই আরো এক গোল করে নাপোলিকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আরো উজ্জ্বল। নাপোলির রক্ষণে চাপ বাড়িয়ে আরো এক গোল করে ম্যাচ নিজেদের করে নেয়। শেষ দিকে নাপোলি এক গোল করে ব্যবধান কমিয়েছে।

ম্যাচে ৫৬ ভাগ বল বার্সেলোনার দখলে ছিল। আক্রমণের পসরা সাজিয়ে প্রতিপক্ষের পোস্টে ১৫ট শট নেয় বার্সেলোনা, যার লক্ষ্যে ছিল ছয়টি। ফেরান তোরেস, অবামেয়াংরা সহজ সুযোগ নষ্ট না করলে বার্সেলোনার ব্যবধান আরো বাড়তে পারতো। এদিকে ৪৪ ভাগ বলের দখল নিয়ে বার্সার পোস্টে মোটে সাতটি শট নেয় স্বাগতিকরা, লক্ষ্যে রাখতে সক্ষম হয় তিনটি।

অষ্টম মিনিটে দারুন এক কাউন্টার আক্রমণে গোল আদায় করে নেয় বার্সেলোনা। নিজেদের অর্ধ থেকে অবামেয়াং বল নিয়ে খানিকটা এগিয়ে গিয়ে বল বাড়িয়ে দেন আডামা ত্রাওরের উদ্দেশ্যে, ত্রাওরে বল নিয়ন্ত্রণ নিয়ে নাপোলির ডি বক্সের দিকে এগোচ্ছিলেন, তাকে আটকাতে পিছনে ছুটছিলেন নাপোলির তিন ডিফেন্ডার। তাই ডান দিকে থাকা জর্দি আলবার কাছে পাস বাড়ান ত্রাওরে। আলাবা দেখে শুনে বক্সে ঢুকে কাছের পোস্টে লক্ষ্যভেদ করেন। ১৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রাংক ডি ইয়ংয়ের চোখ ধাঁধানো গোলে ২-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এমন গোল নিশ্চিতভাবে চোখে প্রশান্তি এনে দেয়।

২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নাপোলিকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন লরেঞ্জো ইনসিগনে। বক্সের ভেতর ওসিমহেনকে ফেলে দেন বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টার স্টেগান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এগিয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি জাভির দল। প্রথমার্ধেই তিন গোল করে নাপোলিকে ছিটকে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ৪৫ মিনিটে জেরার্ড পিকের গোলে ব্যবধান ৩-১ করে। বাঁ দিক থেকে জর্দি আলবার নিচু ক্রস বক্সের ভেতরে ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বাম পায়ে শটে দুরের পোস্টে লক্ষ্যভেদ করে স্প্যানিশ এই ডিফেন্ডার।  

৫৯ মিনিটে পিয়েরে এমরিক অবামেয়াংয়ের গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় বার্সেলোনা। এডামা ত্রাওরের দারুন পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান গ্যাবন জাতীয় দলের এই অধিনায়ক। বার্সেলোনার জার্সিতে এটি তার চতুর্থ গোল। ৮৭ মিনিটে পলিতানোর গোলে এক গোল শোধ দেয় নাপোলি। যা শুধু ব্যবধানই কমিয়েছে। আজ শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit