স্পোর্টস ডেস্ক : গতরাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। কাতালানদের এমন বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পিয়েরে এমেরিক অবামেয়াং। বার্সেলোনার জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন গ্যাবন জাতীয় দলের এই অধিনায়ক। অবামেয়াংয়ের এমন পার্ফরম্যান্সে আনন্দিত বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ, ‘ক্যারিয়ার জুড়েই সে (অবামেয়াং) গোল করেছে।
সে আক্রমণের জন্য মাঠে জায়গা খুঁজে বের করতে পারে। সে যথেষ্ট পরিণত, বুদ্ধিমান, ভদ্র ও ইতিবাচক। আমি তাকে নিয়ে আনন্দিত। গোলগুলো তাকে আত্মবিশ্বাস দেবে। ‘২৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল বেতিস।
কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩