স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট ব্যাটার মার্নাস লাবুশান। পাকিস্তান বা উপমহাদেশের উইকেট বোলারদের জন্য স্বর্গরাজ্য। উইকেটে কখন টার্ন পাওয়া যাবে বা কখন বাউন্স ওঠে যাবে সেটি আন্দাজ করা মুশকিল। আর তাই পাকিস্তান সফরের আগে নিজেকে একটু ভিন্নভাবে প্রস্তুত করছেন মার্নাস লাবুশান।
পাকিস্তানের বোলারদের বল কেমন হতে পারে সেটি বুঝতে নিজের বাড়িতেই রাবারের মাদুর ও অ্যালুমিনিয়ামের শিট ব্যবহার করে উইকেট তৈরি করে অনুশীলন করছেন লাবুশান। রাবারের মাদুর ও অ্যালিুমিনিয়ামের শিট ব্যবহার করায় কখনো বল একটু বেশি বাউন্স নিচ্ছে। আবার মাঝে মাঝে বল নিচু হয়ে আসছে। বল হঠাৎ করেই আবার টার্ন নিচ্ছে। সোমবার এক সাক্ষাতকারে লাবুশান জানান, ২০১৯ সালে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার আগে তিনি ঠিক একই কাজ করেছিলেন। আর এরফলে সে বছর ইংল্যান্ডে হওয়া অ্যাশেজে দুর্দান্ত সময় পার করতে পেরেছিলেন।
লাবুশানের মতে পাকিস্তানের উইকেটও অনেকটা ইংল্যান্ডের মত। যেখানে বলে খুব বেশি বাউন্স হয় না। কিন্তু বল প্রচুর টার্ন নেয় ও গতি থাকে। ফলে পাকিস্তান সিরিজের আগে নতুন করে নিজের পুরনো পদ্ধতিতে অনুশীলন করছেন তিনি।
সূত্র: এবিসি নিউজ
কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০