স্পোর্টস ডেসক্ : ধবলধোলাই এড়াতে হলে পাহাড় ডিঙ্গাতে হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ক্যারিবীয় দলটি আজ টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায়। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পরাজয় এড়াতে না পারলে মগজধোলাই হবে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দলটি।
রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। ১০ রানে ফেরেন ওপেনার ঋতুরাজ গায়কওয়াদ। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন ইশান কিশান ও শ্রেয়াস আইয়ার। এক উইকেটে ৬৩ রান করা ভারত এরপর ৩০ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। শ্রেয়াস ও ইশান ২৫ ও ৩৪ রান করে করেন। মাত্র ৭ রানে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।
পঞ্চম উইকেটে ভেঙ্কটিশ আইয়ারকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান সুরাইয়া কুমার যাদব। এ জুটিতে তারা মাত্র ৩৭ বল মোকাবেলা করে ৯১ রান স্কোর বোর্ডে যোগ করেন। ৩১ বলে এক চার আর ৭টি ছক্কায় ৬৫ রান করেন সুরাইয়া কুমার। ১৯ বলে চারটি বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে অপরাজিত ৩৫ রান করেন ভেঙ্কটিশ আইয়ার।
কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৮