স্পোর্টস ডেস্ক : আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে পর্দা উঠল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের। উদ্বোধনী দিনেই চমক দেখিয়েছে বাফুফের এলিট একাডেমি। নোফেল স্পোর্টিং একাডেমিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে তারা। জোড়া গোল করে আলো ছড়িয়েছে একাডেমির ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।
ম্যাচের ২১ মিনিটে এলিট একাডেমিকে এগিয়ে নেন মিরাজুল। মাঝ মাঠ থেকে অধিনায়ক ইমরানের বাড়ানো বল অফ-সাইড ফাঁদ ভেঙে নোফেলের বক্সে ঢুকে দুরের পোস্টে লক্ষ্যভেদ করেন মিরাজুল। আট মিনিট বাদেই আবার দেখা মিলে মিরাজ-ইমরানের রসায়ন। দুজনের দারুন বোঝাপড়ায় ব্যবধান বাড়ায় এলিট একাডেমি। নিজেদের অর্ধ থেকে লম্বা ক্রস বাড়ান ইমরান, বাঁ দিক দিয়ে নোফেলের বক্সে ঢুকে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে কাছের পোস্টের উপরের দিকে লক্ষ্যভেদ করে নিজের জোড়া গোল পূরণ করেন মিরাজুল।
দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি এলিট একাডেমি। বেশ কয়েকবার আক্রমণ করে ৮৫মিনিটে এক গোল শোধ দেয় নোফেল, গোল করেন হেফাজ ইদ্দিন। বাফুফের নিয়ম অনুযায়ী এবারের আসরে ম্যাচ জিতলে বা হারলে কোনো পয়েন্ট পাবেনা এলিট একাডেমি। তাদের নেই কোনো প্রোমোশন বা রেলিগেশন।
ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়নশিপ লিগের উদ্বোধন করেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এলিট একাডেমি নিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘ এত আগেই এদের নিয়ে কিছু বলা ঠিক হবেনা। দেখা যাক আরো ছয় মাস। তাদের টপ খেলোয়াড় হতে গেলে আরো চার বছর সময় লাগবে। ‘ দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছে ফর্টিস ফুটবল ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।
কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০