
ডেস্ক নিউজ : ‘বসুন্ধরা ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেলস অ্যান্ড কালচারাল কার্নিভাল’ আয়োজিত হতে চলেছে। আগামী ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত এ আয়োজন চলবে। এ উপলক্ষে অনুষ্ঠিত হলো কার্নিভাল কমিটির আয়োজকদের গেট টুগেদার ‘ভালোবাসায় বসন্ত বরণ’।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্টুরেন্টে এ গেট টুগেদার অনুষ্ঠিত হয়। পুরো কার্নিভাল আয়োজন করছে ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রেড অ্যান্ড কালচারাল সোসাইটি। এতে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বসুন্ধরা গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে কালের কণ্ঠ, নিউজ২৪ বাংলানিউজটোয়েন্টিফোর, ডেইলি সান এবং রেডিও ক্যাপিটাল।

গতকালের এ আয়োজনে উপস্থিত ছিলেন কার্নিভাল কমিটির প্রধান উপদেষ্টা কাজী জাহিদুল ইসলাম, উপদেষ্টা এ কে মাসুদ আহমেদ, সহকারী কনভেনর এস কে নজরুল ইসলাম, অর্থ বিভাগের চেয়ারম্যান মুনিরা সুলতানা, আমন্ত্রণ ও খাদ্য বিভাগের এমাজউদ্দিন চুন্নু, মশিউর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, আগামী ৭ থেকে ৯ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত হবে ‘বসুন্ধরা ইন্টারকন্টিনেন্টাল ট্রাভেলস অ্যান্ড কালচারাল কার্নিভাল’। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩ লাখ মানুষ অংশ নেবে।

এ আয়োজনে থাকছে কনফারেন্স, কর্মশালা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিটুবি নেটওয়ার্কিং কর্নার, বায়ার্স ক্লাব লাউঞ্জেস, প্রেজেন্টেশন সেশন, প্রি ইভেন্ট প্রোমোশন, র্যাফেল ড্র, আকর্ষণীয় উপহার, ফটোগ্রাফি সেশন। এছাড়া উদ্বোধনী ও আয়োজন শেষের বর্ণিল অনুষ্ঠান তো থাকছেই।

আয়োজনের বিস্তারিত জানা যাবে কার্নিভালের ওয়েবসাইট http://www.intercontinentalcarnival.com থেকে।
ফেসবুক পেজ: https://www.facebook.com/ITTCCarnival
কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৪:২৪