মো.জসিম হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে এনটিআরসি নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। মানববন্ধনে সংগঠনের শিক্ষক নেতারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্যে দাবী করেন,(১-১৬) তম নিবন্ধনধারী এনটিআরসি এর মধ্য থেকে যারা সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরীরত আছেন এবং বিদেশে কর্মরত,মৃত্যুবরন করেছে ও জাল সনদধারীদের চিহ্নিদ করে জাতীয় মেধা তালিকা থেকে বাদ দিতে হবে। আপডেট সফটওয়্যার তৈরী করে জাতীয় মেধা তালিকা প্রকাশ করে আবেদনের মাধ্যমে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করতে হবে। সকল নিবন্ধনধারীদের চাকুরী ব্যবস্থা সুনিশ্চিত না করা পর্যন্ত নতুন নিবন্ধন বিজ্ঞপ্তি স্থগিত রাখা।
তারা আরো বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষের প্রতিশ্রুতি যে কেউ বেকার থাকবে না। তা বাস্তবায়নের মাধ্যমে নিবন্ধনধারী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করেন তারা।বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক মো. মামুন মোল্লা, যুগ্ম আহবায়ক মো.সোহেল খান, সঞ্জীব সমদ্দার, সদস্য মো. আমির হোসেন,মো. বেলাল হোসেন, মো. শহিদুল ইসলাম, সৈয়দ কাওছার প্রমুখ।
কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪২